রাজবাড়ী প্রতিনিধি।। রিকশা চালককে মারপিটের ঘটনায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১ মাস ৯দিন হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ২৮ সেপ্টেম্বর-২০ সোমবার সকালে রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন রিকশা চালক মহিরুদ্দিন শেখ। আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লাবনী আক্তার আগামী ২৯ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য রাজবাড়ী থানার ওসিকে নির্দেশ নিয়েছেন।
মামলার বাদী মহিরুদ্দিন, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা গ্রামের ফজের আলী সেখের ছেলে।
মামলার আসামিরা হলো, সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে সাইফুল ইসলাম এরশাদ, সিংগা গ্রামের জালালের ছেলে রিফাত, মুরাদ ও ফরহাদ এবং করিম মোল্লার ছেলে মজিবর মোল্লা ও পাশ্ববর্তী আলীপুর গ্রামের ইউসুফের ছেলে নুরুল হক শুভ। শুভ রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার বাদী জানান, আসামিদের সাথে তার পূর্ব বিরোধ রয়েছে। গত ১ আগষ্ট সকাল ১১.টার দিকে তিনি রিকশা নিয়ে দাদশী ইউনিয়নের উঁচু ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছা মাত্রই পূর্বপরিকল্পিত ভাবে আসামিরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করে এবং তার রিকশাটি ভাংচুর করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী, এরপর ফরিদপুর ও পরে ঢাকা ন্যাশনাল ইনিষ্টিপিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে হস্তান্তর করে। এ সব হাসপাতালে টানা ১ মাস ৯দিন চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরে এসে তিনি আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ জানান, তিনি এ ঘটনার কিছুই জানেন না। হয়রানি করার জন্য ষড়যন্ত্র মূলক ভাবে তাকে এই মামলার আসামি করা হয়েছে। তবে স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।