রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কে মোবাইল কোর্টে ৪৭হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১:২৫ পূর্বাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে তালতলা থেকে চন্দনী বাজার পর্যন্ত রাস্তা বন্ধ করে বালু ও নির্মাণ সামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, স্বাস্থ্যবিধি না মানা এবং হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালনার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভিন্ন ভিন্ন মামলায় মোট ৪৭ হাজার ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব।
এ সময় রাস্তা থেকে বালু ও নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয়। ২৬ শে সেপ্টেম্বর-২০ সকালের দিকে অভিযানের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান ও সাংবাদিকবৃন্দ সহ রাজবাড়ীর ব্যাটিলিয়ন আনসার সদস্যগণ।
এ সময়, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব সাংবাদিকদের জানান জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যহত থাকবে বলেও জানান।