গোয়ালন্দ সংবাদদাতা।। বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ-২০ এর প্রস্তুতি উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে সেপ্টেম্বর-২০ সোমবার দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আদু মাতব্বর পাড়া আলাউদ্দিন শেখের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
আলাউদ্দিন শেখের সভাপতিত্বে মিশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিশন প্রধান ও কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, মিশন সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম। রাজবাড়ী জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি রজব আলীসহ গোয়ালন্দ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্র ফ্রন্টের স্বত:স্ফুর্ত বিপুল সংখ্যক নেতা ওকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি মোঃ সোহেল খান।
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী এর নির্দেশে ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডঃ খাজা সায়েম আমীর ফয়সলের দিকনির্দেশনায় দেশব্যাপী জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের মিশন সভা কর্মসুচী শুরু হয়েছে। তারই অংশ হিসাবে বৃহত্তম ফরিদপুর বিভাগের সফরের মধ্য দিয়ে গোয়ালন্দে এ মিশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা, চলমান পরিস্থিতিতে আসন্ন বিশ্ব ফাতেহা শরীফের প্রস্তুতি কর্মকান্ডের সর্বাত্মক সফলতায় সকলকে সর্বশক্তি নিয়োগের আহবান জানান। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনের সাংগঠনিক ও প্রচার কার্যক্রম জোরদার ও গতিশীল করনে সকলকে যথাযথ ভুমিকা পালনেরও আহ্বান জানান।
সভা শেষে দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় পরিশেষে তবারক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।