গোয়ালন্দ সংবাদদাতা।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন আওয়ামীলীগ কার্যালয়ের পাশ থেকে ও পতিতাপল্লী থেকে গাজা ও ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।
২০ সেপ্টেম্বর-২০ রবিবার দুপুর একটার দিকে ১০০ গ্রাম গাজা ও এক বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা বেগম (৪৫) নামে এক মহিলাকে এবং দুপুর দেড়টার সময় পতিতাপল্লী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ কাউসার (২৮) ও আবুল হায়াত (৩৮) নামের দুজনকে আটক করা হয়।
এ বিষয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসূত্রে জানাযায়,- আনোয়ারা বেগমকে ১০০ গ্রাম গাজা ও এক বোতল ফেনসিডিলসহ দোলতদিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড রেলওয়ে স্টেশন পার্টি অফিসের পাশ থেকে এবং অপর দু’জন মোঃ কাওছার ও আবুল হায়াতকে ১০০গ্রাম গাঁজাসহ পতিতাপল্লী থেকে আটক করা হয়।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম আটককৃত ৩ জন আসামি কে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৮ ধারা ৯(১) দফা (গ) লঙ্ঘন এবং একি আইনের ধারা ৩৬(১) এর সারণীর ক্রমিক ২১ অনুসারে ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।