ম্যাগনেট পিলার প্রতারক চক্রের এক পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ ,১৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪০ অপরাহ্ণ ,১৯ সেপ্টেম্বর, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর-২০২০ তারিখ শনিবার বিকেল ৫.টার দিকে বরগুনা জেলার আমতলী থানার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে ম্যাগনেট পিলার প্রতারক চক্রের পলাতক সদস্য মোঃ জব্বার চৌকিদার (৫২) কে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি- বরগুনা জেলার আমতলী থানার মামলা নং-০৯ মামলার পলাতক আসামী, তারিখ ১০/৯/২০২০, ধারা ৪১৭/৪২০/৩৪ পিসি। এবং সে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জুগিয়া গ্রামের মৃত মৌজ আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর অগে গত ৯ সেপ্টেম্বর-২০২০ তারিখ বুধবার সন্ধ্যা সারে ৭.টার দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন আড়পাংগাশিয়া গ্রামে অভিযান চালিয়ে সিমানা (ম্যাগনেট) পিলার সহ মোঃ ফরিদ উদ্দিন (৫০) নামের ম্যাগনেট প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছ পটুয়াখালী র্যাব-৮। এ সময় তার নিকট হতে একটি পিলার, দুইটি চুম্বক চাকতি এবং চুম্বক টেষ্ট কিট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি- বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া গ্রামের মৃত সামছু মোল্লার ছেলে।
ধৃত আসামীর নামে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় আমতলী থানায় ১০/৯/২০২০ তারিখে একটি মালা হয় এবং আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।