আজ : শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি হটিয়ে শতভাগ সুশাসন নিশ্চিত করা হবে; প্রতিমন্ত্রী পলক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ ,১৭ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৩:৪৭ অপরাহ্ণ ,১৮ জানুয়ারি, ২০১৯
দুর্নীতি হটিয়ে শতভাগ সুশাসন নিশ্চিত করা হবে; প্রতিমন্ত্রী পলক

ডেস্ক নিউজ।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন- দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে নির্বাচনের আগে দেশবাসীর নিকট যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা শতভাগ নিশ্চিত করা হবে।

শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেছেনন, বর্তমান  সরকারকে বিগত ১০ বছরের উন্নয়নের ধাররাবিহকতার আলোকে পুনরায় জনগণ তাদের সেবার দায়িত্ব দিয়েছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান দুর্নীতি হ্রাসের জন্য সারাদেশে দ্রুতগতিতে প্রযুক্তির বিস্তার ও ব্যবহার নিশ্চিত করার কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করতে হলে প্রযুক্তির প্রসার অনিবার্য। সরকার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা ইতোমধ্যে নিশ্চিত করেছে। দেশের বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপনের মাধ্যমে আগামী দিনের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের পথ সুগম করা হয়েছে। মানুষের মৌলিক চাহিদাগুলো সকলের জন্য নিশ্চিত করার কাজ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মহিদুল ইসলাম বকুল, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম প্রমুখ।

একই অনুষ্ঠানে পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান সহ বিভিন্ন সংগঠন জুনাইদ আহমেদ পলককে পুনরায় প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানান।

Comments

comments