আজ : শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ ,৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৪৮ পূর্বাহ্ণ ,১০ ফেব্রুয়ারি, ২০২১
রাজবাড়ীতে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।।  ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ও টেকসই সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’-শ্লোগানকে সামনে রেখে- মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২১ উদযাপন উপলক্ষ্যে মাঠ পর্যায়ে খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে রাজবাড়ীতে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপকক্ষের আয়োজনে ২রা ফেব্রুয়ারি মঙ্গলবা সকাল ১১.টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে সভায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু ও রাজবাড়ী হোটেল মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুন নবী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময়, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, হোটেল মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম।এ সময় দিবসটির প্রতিপাদ্যর উপরে একটি ভিডিও প্রদর্শন করেন এবং একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন জেলা নিরাপদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম মুজিব বর্ষে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন- জাতির পিতার জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষে আমাদের সকলের অঙ্গীকার বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে গেলে আমাদের প্রথমেই দেশের প্রতিটি মানুষকে সুস্থ রাখতে তাদের জন্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে হবে। এই বিষয়টিকে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় প্রতিটি জেলায় সাধারণ মানুষের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের জন্য নিরাপদ খাদ্য সংরক্ষণ কর্তৃপক্ষ বিভাগ কাজ শুরু করেছে। আমরা আশা করি ভবিষ্যতে এই বিভাগটি তাদের কর্মকান্ডের মাধ্যমে সকলের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে কাজ করবে। সকল ক্ষেত্রে আমাদের সবাইকে একটি কথা মনে রাখতে হবে সকলের নিরাপদ খাদ্যের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের নিজেদের ও আমাদের ভবিষৎ প্রজন্মকে ভালো রাখতে সরকারের পাশাপাশি আমাদের সকলকে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, সেদিন আর বেশী দূরে নয় যেদিন আমরা যার যার নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ খাদ্যের দেশে রূপান্তর করতে পারবো।

Comments

comments